ইসলামের ছোট্ট একটি আমল, মাফ পেতে পারেন ৮০বছরের গুনাহ

মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব আর এই জন্য আল্লাহ মানুষকে জ্ঞাণ বুদ্ধি এবং বিবেক দিয়েছে যেন কোন টা ভালো আর কোনটা মন্দ সেটিমেনে চলতে পারে। কিন্তু চলার পথে প্রতিনিয়ত ভুল করে থাকি। আর এর জন্য আমাদের উচিৎ মহান মহান আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করা যেন তিনি আমাদের সকল গুনাহা থেকে মুক্তি দেন।

হাদিস শরিফে বর্ণিত আছে, '' আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিউল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা’' জুমার দিন এই দরুদ শরিফখানা পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায় ''।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এ দরুদ পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং ৮০ বছর এবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। 


এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহতায়ালা এ ছোট আমলের জন্য এত বেশি সওয়াব কেন দান করেন? আল্লাহ কাকে কখন কোন আমলে সওয়াব কম দেওয়া বা বেশি দেওয়া এটা আল্লাহতায়ালার নিজস্ব ব্যাপার, এখানে কারও আপত্তি করার কিছু নেই। কিন্তু আমাদের সকলের উচিৎ পাপ কাজ থেকে দূরে থেকে আল্লাহ্‌র ইবাদত করা।
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
আরো পোষ্ট

No comments

Shaikat. Theme images by sololos. Powered by Blogger.