ফ্রিতে ওয়াইফাই চালান!! যে কোনো জায়গায়, যে কোনো সময়!! দেখে নিন কিভাবে।



আপনি চাইলে যে কোনো জায়গাকেই বানিয়ে নিতে  পারেন ওয়াইফাই জোন। সেক্ষেত্রে আপনার দরকার হবে মাত্র একটি এন্ডোয়েড ফোন। আর কোনো সফটওয়্যার এর ও দরকার নেই।
তো শুরু করা যাক ।
প্রথমে আপনার মোবাইলের সিস্টেম সেটিংয়ে যান এবং নিচে দেখানে মোর অপশনে ক্লিক করুন।


  •  তারপর পরের পেজে দেখানে সিস্টেমে ক্লিক করুন।





  •  তারপর আরেকটি পেজ আসলে তাতে ২টি অপশন চালু করে দিন।


  • Wifi Hotspot এর ভিতরে ঢুকুন এবং প্রথমটিতে ক্লিক করুন।



  •  তারপর প্রথম অপশনে ক্লিক করে ”অলওয়েজ” করে দিন।



  •  তারপর নিচে দেখানো "Set Up Wifi Hotspot" এ  ক্লিক করে সেটিং করে নিন নিজের ইচ্ছামত।



আপনার কাজ শেষ। এবার সেভ করে দিন। ডাটা কানেকশন করতে ভুলবেন না।
এবার প্রমানের জন্য অন্য একটি ফোন নিয়ে ওয়াইফাই চালু করে দেখুন আপনার তৈরি নেটওয়ার্ক দেখাচ্ছে। এতে কানেক্ট করলেই আপনি চালাতে পারবেন ওয়াইফাই।
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন।

আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না। আমাকে জানাতে কমেন্ট করুন বা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন ।
আর এটা যদি কঠিন মনে হয় তবে আপনি একটি সফটওয়্যার ব্যাবহার করতে পারেন।
সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টের থেকে "My Wifi Rouder" লিখে সার্চ করলেই অনেক সফটওয়্যার পেয়ে যাবেন।
পুরো সাইটটি ঘুরে দেখার জন্য আমন্ত্রন রইল।
ᐅᐅধন্যবাদᐊᐊ

No comments

Shaikat. Theme images by sololos. Powered by Blogger.