দেখে নিন কিভাবে সংগ্রহ করবেন আপনার স্মার্ট কার্ড।


স্মার্ট কার্ড পেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে বাংলাদেশে সরকারের একটি ওয়েবসাইটে।
এখান থেকে দেখতে হবে।

  • তারপর নিচে দেখানো অপশনে ক্লিক  করুন । 

  • এরপর আরেকটি পেজ আসলে তাতে যাবতীয় তথ্য দিয়ে “ কার্ড বিতরন তথ্য” ক্লিক করুন।


  • ☞অনেকের কাছে ওয়েবসাইটে গিয়ে তথ্য জানতে কঠিন মনে হতে পারে। তাদের জন্য সহজ উপায় হল ফোন কল। যেকোনো মোবাইল নম্বর হতে ১০৫ নম্বরে ফোন দিয়ে কল সেন্টারের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিরতণ সম্পর্কিত তথ্যাদি জানতে পারবেন।


  • SmS এর সাহায্যেও আপনি জাতীয় স্মার্টকার্ড বিতরণ সম্পর্কে তথ্য জানতে পারবেন। এর জন্য প্রথমে Message অপশন এ গিয়ে sc লিখে স্পেস দিয়ে nid লিখতে স্পেস দিয়ে আপনার ১৭ সংখ্যার জাতীয় পরিচয় পত্রের নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠিয়ে দিন। যাদের ১৩ সংখ্যার জাতীয় পরিচয়পত্রের নম্বর তাদের আইডি নম্বরের পূর্বে জন্ম তারিখ যোগ করতে হবে।


  • যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি তারা sc লিখে স্পেস দিয়ে f লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নং লিখে স্পেস দিয়ে d লিখে স্পেস দিয়ে yyyy-mm-dd ( বছর-মাস-দিন) এই ফরম্যাটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বর এ পাঠাবেন।


  • বিদ্র:- স্মার্ট জাতীয় পরিচয় পেতে নির্ধারিত সময়সূচী অনুযায়ী সশরীরে নির্দিষ্ট বিতরণ কেন্দ্রে আসতে হবে। সঙ্গে অবশ্যই মূল জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে। যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি তাদের মূল নিবন্ধন স্লিপ নিয়ে আসতে হবে।
  • যদি কারও মূল জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে তাদের সংশ্লিষ্ট থানায় জিডি করে, জিডির মূল কপি নিয়ে সংশ্লিষ্ট উপজেলায় অথবা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন বা আমাকে ফেসবুকে জানান।
সবাই ভালো থাকবেন।
ᐅᐅধন্যবাদᐊᐊ

No comments

Shaikat. Theme images by sololos. Powered by Blogger.